লালমনিরহাটের হাতীবান্ধায় অগ্নিকান্ডে মাথা গোজার ঠাই হারিয় প্রচন্ড শীতে আশ্রয়হীন হয়ে পড়েছে ৪টি পরিবার।
মোঃ শাহজাহান, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের ঘর বাড়ীসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
জানাগেছে, গত শনিবার রাতে উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের মোজাম্মেল হক (মোজা পাগলা) এর বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মোজাম্মেল হকের বাড়ীসহ ৪টি পরিবারের ৬টি টিনের ঘর এবং ঘরে থাকা নগদ টাকা ধান, চাউল আসবাপত্র সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রচন্ড শীতে মাথা গোজার ঠাই টুকু হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে বৃদ্ধ, শিশুসহ পরিবারগুলোর সদস্যরা। এ খবর লেখার সময় পর্যন্ত খোলা আকাশের নিজে অবস্থান করছে ক্ষতিগ্রস্থ পরিবার সকলে এবং সরকারী কিংবা বেসরকারী কোন সাহায্য পায় নাই বলে ক্ষতিগ্রস্থরা জানান। এ খবর শুনে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, আওয়ামীলীগ ইউনিয়ন সভাপতি হাফিজুল্যাহ টাইফুন ক্ষতিগ্রস্থ বাড়ী সমুহ পরিদর্শন করে, সরকারী ভাবে ক্ষতিপুরন দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার
মোঃ সামিউল আমিন এর সাথে কথা হলে তিনি বলেন, ঘরবাড়ী আগুণে পুড়িয়া যাওয়ার কথা শুনেছি ব্যস্ত থাকার কারনে যেতে পারিনি। তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেখানে গেছে। তাৎক্ষনিক ভাবে পরিবারগুলোকে শুকনো খাবার, কম্বলসহ প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হয়েছে। পরিবারগুলোর পক্ষ থেকে আবেদন চাওয়া হয়েছে আবেদন দিলে টিনসহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হবে।
মোঃ শাহজাহান, লালমনিরহাট প্রতিনিধি।
তাং ০৩/০১/২১