লালমনিরহাটে এয়ারওয়েজ এভিয়েশন বিশ্ববিদ্যালয়র মূল ক্যাম্পাস এর ভিত্তি প্রস্তর স্থাপন
মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২০) লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীপ মার্শাল মাসিহুজ্জামান সেরবিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনা ও যুগান্তরকারী পদক্ষেপে গত ২৮ ফেব্রুয়ারী/১৯ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন পাস হয় এবং জানুয়ারী/২০২০ সালে বিশ্ববিদ্যলয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
বিমান বাহিনীর প্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। যা বাংলাদেশে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস সম্পর্কিত প্রথম ও একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষ বৈমানহক, বিমান প্রকৌশল, বেসয়মরিক বিমান পরিবহন ক্ষেত্রে সকল স্তরেরে দক্ষ জনবল, বিমান তৈরী, রক্ষনাবেক্ষণের সকল স্তর, মহাকাশ সম্পর্কিত সকল স্তরের উচ্চ শিক্ষা, বৈশ্বিক অর্থনীতির বিস্তার, বিমান সংস্থাগুলোর নতুন বাণিজ্যিক বিমান চাহিদাসহ বৈমানিক, বিমান প্রকৌশল ও মহাকাশ বিজ্ঞান শিক্ষা, প্রযিক্তি নির্ভর ও ব্যয়বহুল ও আর্ন্তজাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখন বর্তমানে ২ টি বিষয় চালু আছে আরও ৩ বিষয় চালু হবে আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি এয়ার ভাইশ মার্শাল এ এইচ এম ফজলুল হক বলেন, আর্ন্তজাতিক বহুজাগিক কোম্পানী, হাই রাংকিং বিশ্ববিদ্যালয়, অ্যাভিয়েশন কোম্পানী, ইউরোপীয় তথা বিশ্বমান অর্জনের জন্য বিশ্বখ্যাত ইউরোপীয় বহুজাতিক কোম্পানী এয়ারবাসের সাথে সহযোগীতা অব্যাহত রয়েছে। ২০২১ শিক্ষাবর্ষে BSc in AME অ্যারোস্পেস, BSc in AME অ্যাভিউনিক্স, BSc in ME, BSc in EEE, BSc in CSE. চালু করা হবে।
মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট
তারিখঃ ১৭-১২-২০২০