লালমনিরহাটে নৌকার মাঝি মোফাজ্জল-সুই।
মোঃ রুবেল মিয়া, লালমনিরহাট
লালমনিরহাটে আগামী ১৪ ফেব্রুয়ারী পৌর নির্বাচন। সে লক্ষে আজ বুধবার সন্ধায় ঢাকায় কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচনী সভায়
পৌর আওয়ামীলীগের সভাপতি ও তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেনকে ও পাটগ্রাম পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম সুইটকে নৌকা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়।
লালমনিরহাটে ২টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি লালমনিরহাট সদর ও অপরটি পাটগ্রাম পৌরসভা।
লালমনিরহাট পৌর নির্বাচনে ৬ জন সম্ভাব্য প্রার্থী ও পাটগ্রাম পৌর নির্বাচনে আওয়ামীলীগের ১২ জনের নাম শোনা গেলেও আজ সন্ধায় ঢাকায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লালমনিরহাট পৌর নির্বাচনে পৌর আওয়ামীলীগের সভাপতি ও তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন ও পাটগ্রাম পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম সুইটকে নৌকা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়।
এদিকে বিএনপির প্রার্থী সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন রানা ধানের শীষ ও জাতীয় পার্টির প্রার্থী ওয়াহেদুল হাসান সেনা লাঙ্গল প্রতীক পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
মোঃ রুবেল মিয়া, লালমনিরহাট।
তারিখঃ ১৩-০১-২০২১।