লালমনিরহাটে বই উৎসব পালিত
মোঃ শাহজাহান, লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জে শুক্রবার সকালে পশুরামপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে বই উৎসব উদযাপিত। সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে এ বই উৎসব পালিত হয়েছে।
বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ হারুন অর রশীদ। বই উৎসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস. শিরিন আক্তারসহ অন্যান্য শিক্ষকগণ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এর জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান-সাজু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষর্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দ্যেশ্যে প্রধান অতিথি বলেন, করোনাকালীন সময়ে সবাইকে মাক্স পরে ও স্থাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে হবে। সরকার স্কুল যতদিন বন্ধ রেখেছেন ততদিন শিক্ষার্থীদের বাড়ীতে নিয়মিত পাঠদান করাতে হবে।
এদিকে জেলা প্রশাসক মোঃ আবু জাফর সকাল লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন।
লালমনিরহাটে বছরের প্রথমদিনে বই উতসব পালিত হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে আগামী ১২দিনের মধ্যে এ সব বই দেয়া হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। বছরের প্রথমদিনে বই পেয়ে খুশী শিক্ষার্থী ও অভিভাবকগন।
মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট প্রতিনিধি।
তারিখঃ ০২/০১/২০২১