লালমনিরহাটে লিডার্স ক্লাব ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি:
রোরবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় লিডার্স ক্লাব ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা বাজারে এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। সাবেক প্রধান শিক্ষক মো: আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, ক্লাবের আহবায়ক সাজ্জাদ হোসেন সাগর,সদস্য সচিব জোবায়েদুর রহমান সোহেল সহ ক্লাবের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
এ ক্লাব ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে সকল বয়সের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস,সংস্কৃতি বিষয়,ধর্মীয় চর্চা সহ বিভিন্ন বিষয়ে লেখাপড়া করতে পারবেন।
মোঃ শাহজাহান লালমনিরহাট প্রতিনিধি।