প্রথম আলো অনলাইন 1 ঘন্টা আগের আপডেট
শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে মন্ত্রণালয়: দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে সেরা ফল অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ (স্বর্ণপদক) প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে স্নাতকের (সম্মান) ২৬ জন এবং স্নাতক পাস কোর্সের ৪ জন রয়েছেন। মোট ৩০ জনের মধ্যে ২৫ জনই ছাত্রী। করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি আছে।