শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন ‘‘নাফিসা জারিন মৌমি’
অ্যাডাভেঞ্চার অফ সুন্দরবন
বিনোদন প্রতিবেদকঃ ছুন্নত মল্লি
আগামী ঈদুল উল-ফিতরে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রয়োজনা প্রতিষ্ঠান । পরিচালিত “অপারেশন সুন্দরবন” ২০২১ সালের যেকোনো, কেন উৎসবে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রয়োজনা সংস্থা ।
“অপারেশন সুন্দরবন” চলচ্চিত্রের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। ছবিটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল। সিনেমাটির সহ-প্রযোজনায় আছে বঙ্গ। ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, পরীমনি, আবু হুরায়রা তানভীর, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এছাড়াও ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক শিশুশিল্পী।