সম্পন্ন হল ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা জেলার “শুষ্ক মুখে সুন্দর হাসি
স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান,সময়ের পথঃ-
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। তার মধ্যে শীত অন্যতম। আমরা শীতের সময় অনেক আনন্দ- উল্লাস করি। শীতের নানা রকম পিঠা-পুলির আয়োজন করি। শীতের নানা রকম কেনা-কাটা তো থাকছেই। শীত থেকে সুরক্ষিত থাকার জন্য নানা রকম আয়োজন।
অথচ আমরা যদি লক্ষ্য করি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের তেমন কিছুই নেই শীতের সাথে মোকাবিলা করার। রাতের আধার মানেই তাদের কাছে বেদনাদায়ক মূহুর্ত। তারা অধির আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে সমাজের উচ্চশ্রেনির মানুষের দিকে। তারা ভাবে সমাজের উচ্চশ্রেণির মানুষরা তাদের পাশে দাঁড়াবে।আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সমাজের নিম্নশ্রেণির মানুষের কথা ভাবে। তারা চায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে।
ঠিক তেমনি একটি সেচ্ছাসেবী সংগঠন “ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর খুলনা জেলা। তাদের মাধ্যমেই সম্পন্ন হল ১০ জানুয়ারী ২০২১”শুষ্ক মুখে সুন্দর হাসি” ইভেন্ট। তাই ভিবিডি খুলনা জেলার সকল সেচ্ছাসেবকরা সারা শহরে ঘুরে ঘুরে নিজেদের সাধ্যের মধ্যে শীতের উপকরণ হিসাবে সমান্য ভ্যাসলিন বিতরণ করেছেন সকল সুবিধা বঞ্চিত মানুষদের। তারা চেষ্টা করেছে তাদের মুখে হাসি ফুটানোর জন্য।
ধন্যবাদ সকল সেচ্ছাসেবকদের যারা সকল ব্যস্ততার মাঝেও সময় দিয়েছে এসব সুবিধা বঞ্চিত মানুষের জন্য। এবং আরো ধন্যবাদ জানাই ইভেন্ট লিডারদের যাদের সুন্দর, সঠিক এবং মার্জিত নির্দেশনায় সম্পন্ন হয়েছে ভিবিডি খুলনা জেলার আয়োজন “শুষ্ক মুখে সতেজ হাসি”।
দিঘলিয়ায় গৃহ বধুর আত্মহত্যা পরিবারের দাবী হত্যা
দিঘলিয়ায় গৃহ বধুর আত্মহত্যা পরিবারের দাবী হত্য এস.এম.শামীম, দিঘলিয়া উপজেলা প্রতিনিধ দিঘলিয়ার উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের গৃহবধূ নাজমীন(১৮)নিজ ঘরে...