সাংবাদিক শাহিন আহমেদ জুয়েলের জন্মদিন পালিত
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
১০ই ফেব্রুয়ারি বুধবার ২০২১ সাংবাদিক নেতা শাহিন আহমেদ জুয়েলের জন্মদিন উপলক্ষে দৈনিক সময়ের দিগন্ত পত্রিকা অফিসে এক আনন্দঘন পরিবেশে তার জন্মদিন পালিত হয়। তিনি ভয়েস অফ কুষ্টিয়ার সম্পাদক ও প্রকাশক, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লারেব সহ-সভাপতি, ভয়েস অফ কুষ্টিয়ার OWNER & ADVISOR, একটু পাশে দাঁড়াই-এ আজীবন সদস্য এবং SB Trading Corporation-এর Overseas Director. আমাদের কুষ্টিয়া ২৪.কম-এর প্রকাশক এবং স্টার প্রাইভেট লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর।
তার শুভ জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, পরবর্তীতে কেক কেটে তার জন্মদিন পালিত হয়।
উক্ত সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস, সিনিয়র সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন শ্যামলী, সাংগঠনিক সম্পাদক কে এম এম শাহীন রেজা, কোষাধক্ষ্য রিয়াজুল ইসলাম সেতু, সাংবাদিক আলেক চাঁদ, সাংবাদিক আরাফাত হোসেন, সাংবাদিক স্বাধীন, এনটিভির ক্যামেরাপার্সন শারফু, ইমন সহ আরো অনেকে।