সাধারন নাগরিকদের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়া হবে-জাতীয় পার্টির মেয়র প্রার্থী সেনা
মোঃ রুবেল মিয়া, লালমনিরহাট।
আগামী ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাটে অনুষ্ঠিত হবে চতুর্থ-ধাপে লালমনিরহাট পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম ওয়াহিদুল হাসান সেনা সংবাদ সম্মেলন করেছেন।
পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকালে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। (লাঙ্গল) মার্কা নিয়ে এবার লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন এস এম ওয়াহিদুল হাসান সেনা।
এস এম ওয়াহিদুল হাসান সেনা বলেন, আমি নির্বাচনে জয়ী হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে পৌরবাসীর জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কাজ করবো। সেই সাথে ৯টি ওয়ার্ডে কাউন্সিলরদের অফিস করা হবে। যেখানে সাধারন নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া হবে।
নির্বাচিত হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও মাদকমুক্ত পৌরসভা গঠন করা হবে। পৌর প্রশাসনের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হবে।
তথা এ আসনের সাংসদ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও আমি যদি মেয়র নির্বাচিব হই তাহলে বিগত আমলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক শেরিফা কাদের, সদস্য সচিব সেকেন্দার আলী প্রমুখ। এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য এ্যাডঃ আছির, রফিকুল ইসলাম রতন, মাহাতাব আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ রুবেল মিয়া লালমনিরহাট প্রতিনিধি।
তারিখঃ ১২/০২/২০২১