সীমান্তের ‘হাসতে হাসতে
বিনোদন প্রতিবেদ
কমেডিয়ান আজিজুল হাকিম সীমান্ত । এরই মধ্যে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন । অভিনয়ের পাশাপাশি তিনি এখন পরিচালনার সঙ্গে যুক্ত । আগামী বছর ‘হাসতে হাসতে’ শিরোনামে নতুন নাটক রিলিজ করবেন বলে জানিয়েছেন তিনি । পরিচালনার পাশাপাশি এই নাটকে অভিনয় করেছেন সীমান্ত । এছাড়া আরো অভিনয় করেছেন আতিক ডালিম, সৈয়দ লিরা, নুসরাত জাহান স্বপ্না, মালাসহ অনেকে ।
সম্প্রতি কক্সবাজারে নাটকের দৃশ্যধারণ করেছেন সীমান্ত । হাস্যরসাত্মক গল্পের নাটক টি রচনা করেছেন সুস্ময় সুমন । এ প্রসঙ্গে সীমান্ত বলেন, ‘অভিনয়ের পাশাপাশি পরিচালনা করি শখে । এখন পর্যন্ত ৬টি নাটক নির্মাণ করেছি, এটি আমার সপ্তম প্রজেক্ট । শুরু থেকে শেষ পর্যন্ত নাটকটি দেখে দর্শক হাসবেন ।’
এদিকে প্রথম বারের মতো গান গাইলেন সীমান্ত । ২০২১ সাল নিয়ে গান টি সোমবার চলচ্চিত্র নির্মাতা মালেক আফসাসীর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে
ভিডিও টির লিংকঃ-
২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মধ্য দিয়ে কমেডিয়ান হিসেবে বড় পর্দায় অভিষেক হয় সীমান্তর । এরপর ‘বস টু’, ‘বাদশা’, ‘বিজলী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘শুটার’, ‘অন্ধকার জগত’ সহ মোট ৩০ টি সিনেমায় অভিনয় করেন তিনি ।
সময়ের -পথ/ ছুন্নত মল্লিক