স্কুলের পার্টটাইম শিক্ষক শিক্ষিকা ছয় দফা দাবিতেনবান্ন চলো,দিদিকে বলো, সভা ও ডেপুটেশন দিলেন আজ বেলা এগারোটা থেকে পার্ট টাইম টিচার্স রা সুরোধ মল্লিক স্কোয়ার এ জমায়েত হন কয়েক শো শিক্ষক শিক্ষিকা বারোটা সময় শুধু হয় মিছিল ছয়দফা দাবি নিয়ে, মিছিল এস,এন,ব্যানার্জি রোড ধরে যখন রানি রাসমণি রোড এর কাছে পৌঁছায় পুলিশ আটকে দেয় ওখানেই,শিক্ষকরা বাধ্য হয় ওখানেই সভা করতে শিক্ষকরা সভায় বলেন, আমরা দশ থেকে বারো বছর সার্ভিস করছি, মাইনে দুই হাজার তাও মাসে মাসে পাওয়া যায় না আর এছাড়া কোনও রকম ফেসিলিটি নাই এমনকী বার বার কথা দিযেও সরকার রাখেন না তাই বাধ্য হয়েছি আন্দোলনে নামতে, আর শিক্ষকরা হুঁশিয়ারি ও দেন যদি দিদি আমাদের দিকে না দেখে আমরা ও ভোটে বুঝিয়ে দেব, আর যদি দেখে তাবে আমরা দিদির পাশে আছি দিদিকে ভোটে কেউ হারাতে পারবে না উপস্থিত ছিলেন সমীর দেউঘোরিয়া তাপস রাজবংশী লক্ষ্মী কান্ডমাইতি শিক্ষক বিশ্বজিৎ বাবু ও তাপস বাবু। সাংবাদিক সমরেশ রায় মিতালী দাস কলকাতা
আমাকে বলবেন না কোনকিছু পরিবর্তন করা যায় না’- প্রেসিডেন্ট বাইডেন
লাইভ রিপোর্টিং-- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নিয়েই বললেন- হেল্প মি গড। ঈশ্বর আমাকে সাহায্য করুন। এর মধ্য দিয়ে...