মোঃ রফিকুল ইসলাম ,(সাংবাদিক ও মানবাধিকার কর্মী) : ক্যাব ও বিটা আয়োজিত খেলো বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের সার্বিক সহযোগিতায় হালিশহরস্থ বড় পোলে তামাক ও মাদক বিরোধী আলোচনা সভা কবিগান ও কনসার্ট সম্পন্ন হয়েছে ১৪ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক হিউম্যান রাইটসের চট্টগ্রাম বিভাগের সম্মানিত সভাপতি এস এম আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা ক্যাবের সভাপতি এমদাদুল করিম সৈকত । আরো উপস্থিত ছিলেন মুভি বাংলা টেলিভিশন-এর ব্যুরো চিফ মাসুদ রানা ,পলি ক্লিনিকের পরিচালক নুরুল বাসার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের তথ্য অনুসন্ধানের সভাপতি আহমেদ শফী, সহ-সভাপতি মুজিবুল হক, খেলো বাংলাদেশ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ও সহ সভাপতি মাহবুবুল আলম রুবেল । সভাপতিত্ব করেন জামাল চৌধুরী বিপ্লব ।

সঞ্চালনায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম খেলো বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলোচনা শেষে চট্টগ্রামের বিখ্যাত কবিয়াল ইউসুফ ও তপন বড়ুয়া কবি গান পরিবেশন করেন কবিগান শেষ হবার পরে কনসার্টে মাতিয়ে তোলেন বিটার শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন মুভি বাংলা টেলিভিশন-(এম.ভি টিভি)।