হাসপাতালে ভর্তি রোগীদের কম্বল বিতরণ করলেন আওয়ামীলীগ নেত
মোঃ শাহজাহান, লালমনিরহাট
হাসপাতালের রোগীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক।
সোমবার(১১ জানুয়ারী) দুপুরে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও তার স্বজনদের মাঝে কম্বল বিতরন করেন তিনি।
জানা গেছে, হাসপাতালগুলোতে সরকারী ভাবে সরবরাহকৃত কম্বল দিয়ে এ শীতে ঠান্ডা নিবারন করা বেশ কষ্টকর। অনেক সময় রোগীরা বাড়ি থেকে শীতবস্ত্র নিয়ে আসলেও অধিকাংশ রোগীর ভরসা সরকারী সেই কম্বল। শীতের কারনে শীত জনিত রোগীর সংখ্যাও বেড়েছে হাসপাতালগুলোতে।
সেক্ষেত্রে চিকিৎসা নিতে এসেও অনেকটা শীতের দুর্ভোগে পড়েন দুরবর্তি ও ছিন্নমুল পরিবারের রোগীরা। তাই রোগীদের উষ্ণতা দিতে কম্বল নিয়ে হাসপাতালগুলোতে ছুটছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সিরাজুল হক।
কনকনে এ ঠান্ডার দিনে গরম শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি রোগী ও তার স্বজনরা। চিকিৎসা সেবা নেয়া শেষে এসব কম্বল রোগীরা বাড়িতে ব্যবহার করতে পারবেন। রোগী ছাড়াও হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা ছিন্নমুল পরিবারের লোকজনের হাতেও কম্বল তুলে দেন জেলা আওয়ামীলীগের প্রবীন এ নেতা।
এ সময় তার সাথে ছিলেন, আদিতমারী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাহেরুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. বিশ্বজিৎ কুন্ড, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সম্পাদক নূরন্নবী নাহিদ নয়ন, ভাদাই ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক আশরাফ আলী, ভাদাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন প্রমুখ।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামীলীগ জনমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার বাংলাদেশে কেউ অভুক্ত ও বস্ত্রহীন নেই এবং আগামীতেও থাকবে না। শীতের প্রকোপ বেড়েছে তাই হাসপাতালের রোগী ও ছিন্নমুলদের উষ্ণতা দিতে চেষ্টা করছি। যা আগামী দিনেও অব্যহত থাকবে বলেও জানান তিনি।
মোঃ শাহজাহান, লালমনিরহাট।
তারিখঃ ১১-০১-২১